Ridge Bangla

বিচ্ছেদের পর কাজ পাচ্ছেন না সামান্থা রুথ প্রভু

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে করেন। চার বছরের বিবাহের পর ২০২১ সালে তাদের সংসার ভেঙে যায়। এরপর থেকে সামান্থার ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

নাগা চৈতন্য সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন সংসার গড়ে তোলেন অভিনেত্রী শোভিতা ধূলিপালের সঙ্গে। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে, এই বিচ্ছেদের পর সামান্থা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না।

সম্প্রতি ‘দক্ষ: এ ডেডলি কন্সপিরেসি’ সিনেমার প্রচারে অভিনেত্রী ও প্রযোজক লক্ষ্মী মানচু মন্তব্য করেন, তেলেগু ইন্ডাস্ট্রির এক তারকার সাবেক স্ত্রী বিবাহবিচ্ছেদের পর থেকে কাজ পাচ্ছেন না। সরাসরি নাম উল্লেখ না করলেও অনুরাগীরা মনে করছেন, লক্ষ্মী সামান্থার কথাই বুঝিয়েছেন। লক্ষ্মী বলেন, “পুরুষের তুলনায় নারীর জীবনে বিবাহবিচ্ছেদের পর অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি সিনেমার কাজও কখনো সেই অভিনেত্রীর হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।” তিনি আরও বলেন, ওই তারকা রাগ করতে পারেন এই আশঙ্কায় তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।

সংবাদিকদের প্রশ্নের জবাবে লক্ষ্মী জানান, তিনি শুধু সামান্থার কথা বলছেন না। “পাঁচ-ছয়জন তারকার বিবাহবিচ্ছেদ হয়েছে, সবাই ঘনিষ্ঠ। কিন্তু মূল বিষয়, একজন নারীর ওপর বিবাহবিচ্ছেদের পর সন্তান, শ্বশুরবাড়ি ও অজস্র দায়িত্ব চাপানো হয়, স্বাধীনতা দেয় না সমাজ।”

সামান্থা বর্তমানে জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় রয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন