বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় এবার শীর্ষে জায়গা করে নিয়েছে ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার হালনাগাদ তথ্যানুযায়ী শহরটির একিউআই স্কোর দাঁড়িয়েছে ২২৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ মাত্রার মধ্যে পড়ে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, এদিন দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা (স্কোর ১৫৭), তৃতীয় স্থানে মিসরের কায়রো (স্কোর ১৫৩) এবং চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ১৫১)।
ঢাকার অবস্থান তুলনামূলকভাবে অনেকটা ভালো। তালিকায় ২৬তম স্থানে থাকা রাজধানীর বাতাসের মান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ৭০, যা ‘সহনীয়’ বা ‘মাঝারি’ শ্রেণিতে পড়ছে। একিউআই স্কোর অনুযায়ী এটি স্বাভাবিক জীবনযাপনের জন্য ঝুঁকিমুক্ত হলেও দীর্ঘমেয়াদে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
একিউআই স্কোরের মানদণ্ড অনুযায়ী-
- ০–৫০ → ভালো
- ৫১–১০০ → মাঝারি/সহনীয়
- ১০১–১৫০ → সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ
- ১৫১–২০০ → অস্বাস্থ্যকর
- ২০১–৩০০ → খুবই অস্বাস্থ্যকর
- ৩০১ এর বেশি → দুর্যোগপূর্ণ
এ সূচকের মূল উদ্দেশ্য হলো মানুষকে জানানো যে, তাদের চারপাশের বাতাস কতটা নির্মল বা দূষিত এবং এর ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না।