Ridge Bangla

কূটনৈতিক সম্পর্ক জোরদারে পাকিস্তানে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন এবং ওই দিনই তিনি ঢাকায় ফিরবেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় গুলশান-২ এর বাসভবন থেকে রওনা হয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে দুপুর দেড়টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সচিবের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম এবং ডিআইজি মো. জান্নাতুল হাসান।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, সফরের অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক জোরদার, রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা গড়ে তোলাও এ সফরের আলোচ্য বিষয় হতে পারে। আলোচনায় কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সফরকে আরও সুবিধাজনক করা, সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময় বাড়ানোর মতো বিষয়ও স্থান পেতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন