Ridge Bangla

প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এসময় অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রায় নেদারল্যান্ডসের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহেই বাংলাদেশে আসবে, যা নেদারল্যান্ডসও সক্রিয়ভাবে সমর্থন করছে।

বৈঠকে পানি ব্যবস্থাপনাকে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে তোলা হয়। অধ্যাপক ইউনূস স্মরণ করিয়ে দেন যে, বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় এলাকা সুরক্ষায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই উপকৃত হয়ে আসছে। তিনি বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের জন্য নতুন শেখার ও কাজ করার সুযোগ তৈরি হবে।

রাষ্ট্রদূত সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ ও সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতির প্রতি আগ্রহ প্রকাশ করেন। এ সময় অধ্যাপক ইউনূস কক্সবাজারে বসবাসরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য ডাচ সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, অর্থ সংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম মারাত্মক চাপে পড়েছে এবং আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে রাষ্ট্রদূত বোমেল এর গুরুত্ব স্বীকার করে বলেন, এ সংকট আরও বেশি আন্তর্জাতিক মনোযোগের দাবি রাখে। তবে চলমান বৈশ্বিক বিভিন্ন সংঘাতের কারণে মনোযোগ কিছুটা বিভক্ত হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন