দেশের জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম ক্যাপিটাল ড্রামা নতুন একটি নাটক নিয়ে হাজির হতে যাচ্ছে। ‘অনেক দিন পরে’, ‘চলো হারিয়ে যাই’, ‘দেরি করে আসবেন’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যে প্রেমের গল্প’ ও ‘খোয়াবনামা’ সহ ধারাবাহিক সাফল্যের পর এবার আসছে নতুন নাটকটির নাম ‘চোর’।
নাটকটির নির্মাতা ও গল্পকার মহিদুল মহিম। এটি তৈরি করা হয়েছে কমেডি এবং ইমোশনাল আবহে, যেখানে চুরির পেছনে অন্য একটি গল্প ফুটে উঠেছে। শুটিংয়ে কিছুটা বৃষ্টির বিড়ম্বনার মাঝেও কাজটি সম্পন্ন হয়েছে। ডিওপি হিসেবে কাজ করেছেন নাঈম ফুয়াদ, কস্টিউম ও স্টাইল দেখেছেন মেসফির আয়াজ নিরব, আর এডিটিং ও কালার করেছেন আরিফিন সরকার।
নাটকে অভিনয় করেছেন মুশফিক, ফারহান ও কেয়া পায়েল। কেয়া পায়েল বলেন, “শুটিং হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে, হাউস বোটে। গল্পে মজার সিন আছে এবং শেষের দিকে সুন্দর একটি মেসেজও আছে। এটি ক্যাপিটালে আমার দ্বিতীয় কাজ, আশা করছি দর্শকরা ভালোবেসে দেখবেন।”
নাটকে দুটি গান রয়েছে, যার সুর ও সংগীত দিয়েছেন আভরাল সাহির। একটি গান গেয়েছেন আরফান মৃধা শিবলু, অন্যটি আভরাল সাহির ও পড়শী।
প্রযোজক ও হেড অব ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল জানান, “ক্যাপিটাল ড্রামার সব নাটক ভিন্নধর্মী লোকেশনে শুটিং করা হয়। ‘চোর’-এর শুটিং সুনামগঞ্জের হাওরে হাউস বোটে হওয়ায় এটি অন্য নাটকের চেয়ে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। বোট ও নিলাদ্রি লোকেশনকে কেন্দ্র করে গল্প এগিয়ে যাচ্ছে, যা দর্শকদের নতুন ধরনের বিনোদন দেবে।”
নাটকটির কমেডি এবং আবেগের সমন্বয় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়াবে বলে নির্মাণ দল আশা করছে।