সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়া এলাকায় এক বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ঘटनাটি ঘটে গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয় আমির হোসেন খান চৌধুরীর বাড়িতে। জানা যায়, দুইতলা বাড়িটির নিচতলায় বসবাস করতেন তার মা মর্জিনা খাতুন, তবে ঘটনার সময় তিনি বেড়াতে গিয়েছিলেন ভাইয়ের বাড়িতে। একই রাতে আমিরের স্ত্রীও বাইরে ছিলেন, ফলে নিচতলার কক্ষ ফাঁকা ছিল।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে দেখা যায় দরজা-জানালার গ্রিলের তালা ও আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে। ভেতরে রাখা দুই মেয়ের স্বর্ণালংকার চোরেরা নিয়ে গেছে।
এ বিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এক রাতের ব্যবধানে বড় অঙ্কের স্বর্ণালংকার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।