গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের একটি পরিত্যক্ত টয়লেটের কুয়া থেকে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাব্বির হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাব্বির দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং স্থানীয় বিশুবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে সাব্বির নিখোঁজ ছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাহেবগঞ্জ আখ খামার এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পরিত্যক্ত টয়লেটের কুয়ায় লাশটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কুয়া থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “মরদেহে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সাব্বিরের নির্মম মৃত্যুতে তার পরিবার, স্কুল ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।