Ridge Bangla

তেলুগু তারকা তেজা সাজ্জার ‘মিরাই’ চার দিনে ৫০ কোটির ক্লাবে

তেলুগু সিনেমার তরুণ নায়ক তেজা সাজ্জা আবারও কাঁপাচ্ছেন বক্স অফিস। ‘হনুমান’ ছবির সাফল্যের পর এবার তার নতুন ছবি মিরাই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। গত শুক্রবার মুক্তি পাওয়া অ্যাকশন-ফ্যান্টাসি ঘরানার এ সিনেমা মাত্র চার দিনেই ভারতের বাজার থেকে ৫০ কোটির বেশি রুপি আয় করেছে।

বক্স অফিস বিশ্লেষণ সংস্থা সাচনিল্ক জানিয়েছে, মুক্তির প্রথম দিন শুক্রবার মিরাই আয় করে প্রায় ১৩ কোটি রুপি। এরপর শনিবার ১৫ কোটি এবং রবিবার ১৭ কোটি রুপির টিকিট বিক্রি হয়। চতুর্থ দিন সোমবারও ছবিটি আয় করেছে প্রায় ৬ কোটির বেশি। এ নিয়ে ভারতের অভ্যন্তরে মোট আয় দাঁড়িয়েছে ৫০ কোটি রুপির ওপরে।

অন্যদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান পিপলস মিডিয়া ফ্যাক্টরি দাবি করেছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী মিরাই এর আয় ছাড়িয়েছে ৮১.২ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি শতকোটির ক্লাবে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সিনেমাটিতে তেজা সাজ্জা অভিনয় করেছেন ভেদহ চরিত্রে। তার বিপরীতে মহাবীর লামা চরিত্রে দেখা গেছে অভিনেতা মানচু মনোজকে। সিনেমাটি পরিচালনা করেছেন কার্ত্তিক গাট্টামনেনি। সমৃদ্ধ ভিএফএক্স, অ্যাকশন দৃশ্য এবং ব্যতিক্রমী কাহিনি দর্শকদের টেনে নিচ্ছে হলে হলে।

সিনেমাপ্রেমীদের মতে, হনুমান-এর পর মিরাই তেজা সাজ্জাকে দক্ষিণ ভারতের শীর্ষ তারকাদের সারিতে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। তরুণ দর্শকদের বিপুল সাড়া এবং সামাজিক মাধ্যমে ইতিবাচক রিভিউ ছবির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন