Ridge Bangla

প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই বাংলাদেশ সফরে আসছেন তিনি।

সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। ভিডিওতে তিনি বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।” জানা গেছে, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুবাদে হানিয়া ঢাকায় অবস্থানকালে সানসিল্কের বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেবেন। এ উপলক্ষে আয়োজকরা রাজধানীতে বিশেষ আয়োজন রেখেছেন।

২০১৬ সালে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন হানিয়া আমির। অল্প সময়েই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে। মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা এবং কাভি মে কাভি তুম-এর মতো নাটক তাকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। তার অনবদ্য অভিনয় এবং পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভক্তদের কাছে দ্রুত তাকে প্রিয় করে তোলে।

বর্তমানে পাকিস্তান ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে হানিয়ার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশে তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তার খোঁজখবর রাখেন। ঢাকায় তার আগমনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা ও আগ্রহ দেখা দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন