Ridge Bangla

হুমা কুরেশি ও রচিত সিংহের নতুন অধ্যায়

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ব্যক্তিগত জীবনকে সাধারণত গোপন রাখেন। তবে সম্প্রতি তার ও দীর্ঘদিন ধরে প্রেমের গুজব থাকা অভিনয় প্রশিক্ষক রচিত সিংহ-এর সম্পর্কে নতুন অধ্যায়ের সূত্রপাত হতে পারে বলে শোনা যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে গুঞ্জন চলছিল যে হুমা ও রচিতের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের সীমায় নেই। এই গুজব আরও উস্কে দেয় গায়কী শিল্পী আকাশা সিংহ-এর একটি ছবি ও পোস্ট। আকাশা সেখানে লিখেছিলেন, “শুভেচ্ছা তোমার এই ছোট স্বর্গের জন্য, হুমা। দারুণ রাত কাটালাম।” মাত্র এই পোস্টই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে।

এরপর হুমা ও রচিত প্রকাশ্যে উপস্থিত হন সোনাক্ষী সিনহা ও জাহীর ইকবালের বিবাহ অনুষ্ঠানে। সেখানে দু’জনই পিংক পোশাকে সজ্জিত ছিলেন এবং উপস্থিত সবাই তাদের দিকে তাকিয়ে থাকেন।

গুঞ্জন আরও উন্মুক্ত হয়, যখন রচিতের অন্তরঙ্গ জন্মদিন উদযাপনে তাদের একসাথে দেখা যায়। এ ঘটনাগুলোই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বলিউড সূত্রে জানা গেছে, যদিও দু’জনই তাদের সম্পর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তাদের প্রকাশ্য উপস্থিতি ও একসাথে থাকা মুহূর্তগুলো এই গুজবকে নতুন মাত্রা দিয়েছে।

ফ্যানরা এই খবরকে আনন্দের সঙ্গে নেন এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। এভাবে, হুমা কুরেশি ও রচিত সিংহের সম্পর্কের নতুন অধ্যায় ও সম্ভাব্য বাগদানের গুজব যেন সত্যি হওয়ার পথে আছে বলে মনে করছেন দর্শক ও ভক্তরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন