ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে কানাডায় ছুটির সময় কাটাচ্ছেন। অভিনয় থেকে বিরতি নিয়ে ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা উপভোগ করছেন তিনি। দর্শনীয় স্থান ঘুরে দেখা থেকে শুরু করে রোমাঞ্চকর নানা কার্যক্রম, সবকিছুই হিমি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ফেসবুকের ছবি ও ভিডিওর মাধ্যমে।
সম্প্রতি মন্ট্রিয়ালে বাঞ্জি জাম্পের অভিজ্ঞতা শেয়ার করে হিমি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেন। সাহসী এই মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “এটাই আমার জীবনের এক রোমাঞ্চকর মুহূর্ত।” হিমি শুধু রোমাঞ্চই নয়, বিশ্বের খ্যাতনামা তারকাদের কনসার্টও উপভোগ করছেন।
চলতি মাসের শুরুতে টরন্টোর স্কোশাব্যাংক অ্যারেনায় আন্তর্জাতিক পপ তারকা ডুয়া লিপার কনসার্টে অংশ নেন তিনি। ডুয়া লিপার ‘র্যাডিক্যাল অপটিমিজম ট্যুর’-এর অংশ হিসেবে কানাডায় ১ ও ২ সেপ্টেম্বর দুটি শো করেন। হিমি সেই কনসার্টের ছবি ও ভিডিও শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এর আগে, ৬ আগস্ট একই ভেন্যুতে মার্কিন পপ তারকা কেটি পেরির ‘লাইফটাইম ট্যুর’-এ অংশ নেন হিমি। ভাইকে সঙ্গে নিয়ে এটি ছিল তার জীবনের প্রথম কনসার্ট অভিজ্ঞতা। কেটি পেরি ও ডুয়া লিপারের পর এবার টেলর সুইফটের কনসার্ট দেখার ইচ্ছা প্রকাশ করেছেন হিমি। তবে, টিকিট বিক্রি শুরু হতেই শেষ হয়ে যাওয়ায় আপাতত সে সুযোগের অপেক্ষায় আছেন।
হিমি জানান, এবারের কানাডা সফর তার জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে থাকবে। ভ্রমণ শেষে দেশে ফিরে তিনি আবার নাটকের কাজে ব্যস্ত হবেন। এই সফর তার ভক্তদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সাহায্য করেছে এবং নতুন অভিজ্ঞতার স্মৃতি হয়ে থাকবে তার জীবনে।