দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ও শারীরিক দিক থেকে এক বিপর্যয়কাল কাটিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা জানান, এই সময়টা তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময়গুলোর মধ্যে একটি ছিল।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের পর আক্কিনেনি পরিবার সামান্থাকে বিপুল পরিমাণ ভরণপোষণ দেওয়ার প্রস্তাব দেয়। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকা সামান্থা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি জানান, সেই সময় তিনি নগার সাহচর্য চাইতেন, কিন্তু তা পাননি।
সামান্থা বলেন, “আমি ভাবতাম বড় তারকা হতে হলে বছরে অন্তত পাঁচটি ছবি করতে হবে, যা বাণিজ্যিকভাবে সফল হবে। বড় তারকাদের তালিকায় নিজেকে রাখার জন্য আমাকে সাফল্যের উপর নির্ভর করতে হতো।” তিনি আরও জানান, “প্রতি সপ্তাহের সাফল্যের উপর নির্ভর করত আমার জীবন। প্রতিটি মুহূর্তে ভয় করতাম, যে কোনো সময় হয়তো আমার জায়গা কেউ নেবে।” এই ভয় ও চাপ তাকে মানসিকভাবে অনেক কিছু শিখিয়েছে।
যদিও ব্যক্তিগত জীবনের এই কঠিন সময় তাকে মানুষ হিসেবে আরও শক্তিশালী ও শান্ত করেছে। সামান্থা বলেন, “গত দুই বছর ধরে আমার কোনো ছবি মুক্তি পায়নি, বড় কোনো ছবি নেই। তবে আমি ভীষণ আনন্দে আছি। আমার জীবনে এখন নিজের জন্য সময় এবং শান্তি বেশি গুরুত্বপূর্ণ।”
এই সাক্ষাৎকারে সামান্থা পাঠকের কাছে এক প্রেরণার বার্তা দিয়েছেন যে ব্যক্তিগত ও পেশাগত জীবনের চ্যালেঞ্জের মাঝেও নিজেকে শান্ত রাখার শক্তি থাকা সম্ভব।