Ridge Bangla

অস্কারজয়ী হলিউড তারকা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা, অস্কারজয়ী নির্মাতা ও স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ রবার্ট রেডফোর্ড মারা গেছেন। ৮৯ বছর বয়সে তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উটাহের সানডান্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি। খবর নিশ্চিত করেছেন রেডফোর্ডের মুখপাত্র সিন্ডি বার্গার।

১৯৬০-এর দশকে চলচ্চিত্র জগতে পা রাখার পর থেকেই রেডফোর্ড দর্শকদের মন জয় করে নেন। তার অভিনীত দ্য ওয়ে উই ওয়্যার, অল দ্য প্রেসিডেন্টস মেন এবং দ্য ক্যান্ডিডেট–এর মতো ছবি তাকে ৭০-এর দশকের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। অভিনয়ের পাশাপাশি তার পরিচালনার প্রতিভাও ছিল অসাধারণ। ১৯৮০ সালে পরিচালিত অর্ডিনারি পিপল চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার অর্জন করেন।

চলচ্চিত্রের বাইরে রেডফোর্ড সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় ছিলেন। তিনি ভিন্নধারার গল্প ও চলচ্চিত্র নির্মাণে আগ্রহী ছিলেন এবং তার স্বাভাবিক সৌন্দর্য ও গ্ল্যামারের সীমারেখা ছাড়িয়ে কাজ করেছেন।

রেডফোর্ডের সবচেয়ে বড় অবদান হিসেবে ধরা হয় সানডান্স ইনস্টিটিউট এবং সানডান্স ফিল্ম ফেস্টিভাল প্রতিষ্ঠা। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হয়, যা এখনও প্রায় সকল নতুন চলচ্চিত্র নির্মাতার জন্য গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে বিবেচিত।

রবার্ট রেডফোর্ড শুধু হলিউডের নয়, বৈশ্বিক চলচ্চিত্র জগতের একজন চিরস্মরণীয় নক্ষত্র হিসেবে চিরকাল মনে থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন