Ridge Bangla

আইজিপিকে কম্পিউটার ও প্রিন্টার উপহার দিলো চীন দূতাবাস

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পুলিশ সদর দপ্তর ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪৯টি কম্পিউটার ও সমসংখ্যক প্রিন্টার আইজিপির হাতে তুলে দেন রাষ্ট্রদূত।

এ সময় আইজিপি বাহারুল আলম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশ পুলিশ ও চীনের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। জবাবে আইজিপি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন