Ridge Bangla

দুলাভাই সঙ্গে শ্যালিকা ও শ্যালকের সঙ্গে ননদের পলায়ন, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ঢাকার নবাবগঞ্জে দু’দিনের ব্যবধানে ঘটেছে দুই পালানোর ঘটনা। প্রথমে এক দুলাভাই তার শ্যালিকাকে নিয়ে ঘর ছাড়েন, এর পরদিন শ্যালক পালিয়ে যান দুলাভাইয়ের বোনকে নিয়ে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সি এক যুবক তার ১৯ বছর বয়সি শ্যালিকা কল্পনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কল্পনার বড় বোনের সঙ্গে বিবাহিত সম্পর্ক ৬ বছর অতিবাহিত এবং দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও তিনি গত ২৩ আগস্ট শ্যালিকাকে নিয়ে পালান।

এর ঠিক পরদিন, ওই যুবকের ১৮ বছর বয়সি বোনকে নিয়ে পালিয়ে যান তারই শ্যালক। এ নিয়ে উভয় পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই যুগলকেই উদ্ধার করে। পরে থানায় উভয় পরিবারের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়।

থানা সূত্রে জানা গেছে, কোনো পক্ষই আইনি পদক্ষেপ চাননি। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দুই পরিবারই যুগলদের সম্পর্ক মেনে নিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন