Ridge Bangla

পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পাচার, বিমানবন্দরে গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে লুকানো ইয়াবাসহ মো. রাজু মোল্লা (৩২) নামের এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন রাজু। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বলাকা ভবনের পাশ থেকে তাকে আটক করা হয়।

পরে এক্সরে পরীক্ষায় তার পাকস্থলীতে ইয়াবার সন্ধান মেলে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পেট থেকে বের করা ২০টি প্যাকেট থেকে মোট এক হাজার নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দর ঘিরে অবৈধ কার্যক্রম ঠেকাতে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন