Ridge Bangla

গল্পে নতুনত্ব না এলে নাটক থেকে বিরতি নেবেন শামীম হাসান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নাটকের একই ধাঁচের গল্প ও চরিত্রে আটকে থাকায় তিনি কাজ করতে আর আগ্রহী নন। ফেসবুক পোস্টে তিনি প্রকাশ করেছেন দীর্ঘদিনের জমে থাকা অভিমান এবং জানান, আগামী মাস থেকে গল্পে যদি পরিবর্তন না আসে, তিনি নাটকে অভিনয় বন্ধ করবেন।

শামীম লিখেছেন, “সামনের মাস থেকে গল্পে যদি পরিবর্তন না আনেন, আমি কাজ করতে যাচ্ছি না। দিন শেষে আমি ‘একই রকম অভিনয় করি’ বা ‘হাউ কাউ’ করি। বছর ধরে একই রকম কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। আমার অভিনয় রুচি অন্য, কিন্তু বর্তমান গল্প ও নির্দেশনার কারণে সেটা ধরা পড়ে না।”

তিনি আরও যোগ করেছেন, “অভিনয়ের ক্ষুধা টাকা দিয়ে পূরণ করা যায় না। অন্য কোনো দায়িত্ব দিন, আমি করতে রাজি আছি, কিন্তু একই ধরনের কাজ থেকে আমাকে মুক্তি দিন। আমি অনেক বোরড হয়ে গেছি। অনেকদিন ভাবছি, আজ প্রকাশ করলাম। ছুটি নেব, ঘুরে আসব। পূর্বের কাজগুলো তখন রিলিজ হোক।” শামীম আরও বলেন, “যারা আমাকে দিয়ে শুধু ‘হাউ কাউ’ করায়, তাদের রুচি, আমার না। আমার অভিনয়ের সামর্থ্য দেখানোর সুযোগ চাই। বয়স ও অভিজ্ঞতায় অনেক পরিবর্তন এসেছে। একবার সুযোগ দিন, তারপর বিচার করুন।”

অভিনেতার এই পোস্টে শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই সহমত প্রকাশ করেছেন। মনিরা আক্তার মিঠু লিখেছেন, “সাহসী ও স্পষ্ট বক্তব্য, অনেক ভালোবাসা কাকা।” অন্যদিকে ইরফান সাজ্জাদ মন্তব্য করেছেন, “গল্প ও চরিত্র বদলাবে না, তাই এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকতে হবে।” শামীমের এই ঘোষণা স্পষ্ট করে দিয়েছে, তিনি নাটকে অভিনয়ের ক্ষেত্রে নতুনত্বের গুরুত্বকে কতটা গুরুত্ব দেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৮২

আরো পড়ুন