গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দলের অভিজ্ঞ পেসার নাভিন উল হক কাঁধের চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। তার পরিবর্তে রিজার্ভ তালিকা থেকে সদ্য অভিষিক্ত তরুণ পেসার আবদুল্লাহ আহমাদজাইকে মূল দলে জায়গা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এশিয়া কাপে ঘোষিত দলে থাকা সত্ত্বেও ফিটনেস সমস্যার কারণে প্রথম ম্যাচে নাভিনকে একাদশে রাখা হয়নি। সোমবার বোর্ড নিশ্চিত করেছে, কাঁধের পুরনো ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় টুর্নামেন্টে আর তাকে পাওয়া যাচ্ছে না। এসিবির মেডিকেল টিম তাকে খেলার জন্য অনফিট ঘোষণা করেছে।
নাভিনের পরিবর্তে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আব্দুল্লাহ আহমাদজাইকে দল নিয়েছে আফগানিস্তান। এদিকে, গ্রুপ অব ডেথ খ্যাত গ্রুপ ‘বি’ এরই মধ্যে জমে উঠেছে। দুটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও হংকং। এর মধ্যে বাংলাদেশ একটি ম্যাচে জয় পেলেও হংকং এখনো জয়ের দেখা পায়নি। এ ছাড়া নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোরের দৌড়েও এগিয়ে এই দুই দল। নিজেদের সর্বশেষ ম্যাচে লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরের সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেছে টিম টাইগার্সের জন্য। কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।