Ridge Bangla

গাজা নগরে ইসরায়েলের স্থল অভিযান শুরু

গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পিত স্থল অভিযান শুরু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ব্যাপক বিমান হামলার পর সেনারা শহরের উপকণ্ঠে প্রবেশ করে। এ অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি উপকূলীয় একটি মাত্র সড়ক ধরে দক্ষিণে সরে যাচ্ছেন। এর আগে থেকেই কয়েক লাখ মানুষ আশ্রয়ের খোঁজে শহর ছেড়ে গিয়েছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ অভিযানকে হামাসের শেষ প্রধান ঘাঁটির বিরুদ্ধে শক্তিশালী আঘাত হানা হয়েছে বলে দাবি করেছেন। তবে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এই সামরিক পদক্ষেপের সমালোচনা করেছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন এই অভিযান আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাধার গাড়ি, রিকশা, ভরা মালপত্রে বোঝাই যানবাহন কিংবা হেঁটে অসংখ্য মানুষ দক্ষিণ দিকে যাচ্ছেন। ইসরায়েলি সেনাদের হিসাব অনুযায়ী, প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ ইতোমধ্যেই শহর ছেড়েছেন, তবে এখনও পাঁচ লাখের বেশি বাসিন্দা গাজা নগরে রয়ে গেছেন। তাদের সবাইকে মধ্যাঞ্চলের উপকূলীয় এলাকায় ঘোষিত মানবিক নিরাপদ অঞ্চলে যেতে বলা হচ্ছে। তবে অনেক ফিলিস্তিনি বলছেন, দক্ষিণে যাওয়ার মতো সামর্থ্য নেই, আবার যারা গিয়েছেন তারা নিরাপত্তা বা আশ্রয়ের অভাবে পুনরায় গাজা নগরে ফিরতে বাধ্য হয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন