ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাঁর সঙ্গে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন কবির, নাসির উদ্দিন অসীম ও শামা ওবায়েদ।
ইইউ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মুনির সাতৌরী। দলে আরও ছিলেন লুক্সেমবার্গের ইসাবেলা ভিয়েডার-লিমা, পোল্যান্ডের আরকাদিউস মুলারচিক, এস্তোনিয়ার উর্মাস পায়েট ও নেদারল্যান্ডসের কাতারিনা ভিয়েইরা।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের জানান, ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশ দ্রুত গণতন্ত্রে ফিরে যাক এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত হোক। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের ঘোষণা রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা বাস্তবায়িত হবে।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রে ইইউ সবসময় সহযোগিতা করেছে। বৈঠকে তিনি বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান, যা ইইউ ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
জাতীয় নির্বাচনে ভোটের পদ্ধতি (পিআর) প্রসঙ্গে প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, এবারের নির্বাচনে এ ব্যবস্থা প্রযোজ্য নয়; এটি ভবিষ্যতে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে হতে পারে। আমীর খসরুও বলেন, পিআর নিয়ে কোনো রাজনৈতিক দল এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না; এটি জনগণের ম্যান্ডেটের ওপর নির্ভর করবে। বিএনপি নেতারা জানান, এখন মূল লক্ষ্য আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা, যাতে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হয়।