Ridge Bangla

ডেঙ্গুতে চব্বিশ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়।

মারা যাওয়া পাঁচ জনের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালে ১৯৯ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৪ জন এবং রংপুর বিভাগে ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৯ হাজার ৮১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতের সংখ্যা এখন ১৬১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং নগরীতে এডিস মশা নিধনের কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণ যেমন জ্বর, মাথাব্যথা, পেশী ও জয়েন্টে ব্যথা এবং ত্বকে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়া অত্যন্ত জরুরি। এছাড়া পানি জমে থাকা স্থান, বেসিন বা ড্রেনের মতো জায়গায় এডিস মশার প্রজনন ঠেকানো প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া তাপমাত্রা বাড়ার কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন