Ridge Bangla

কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মুনির সাতোরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন হবে ফেব্রুয়ারির শুরুতে, রমজানের ঠিক আগে।

তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় তরুণ ভোটারদের মধ্যে নির্বাচনী উৎসাহ বাড়বে। ১৫ বছরের বেশি সময় পর অনেক প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন সূচনা বয়ে আনবে এবং দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু করবে।”

বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক রূপান্তর ও রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে ইউরোপীয় আইনপ্রণেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়। প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য অতিরিক্ত তহবিল প্রদানের আহ্বান জানান।

বিশেষভাবে বন্ধ হওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুল পুনরায় চালুর সহায়তা চেয়ে তিনি উদ্বুদ্ধ করেন। বৈঠকে তার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী শ্রম সংস্কার ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরে বলেন, এ উদ্যোগ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন