Ridge Bangla

এশিয়া কাপে আজ শ্রীলংকা জিতলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠার রেসে রয়েছে তিন দল—শ্রীলংকা, আফগানিস্তান ও বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। বাংলাদেশের ভাগ্য ঝুলে আছে আজকের ম্যাচের ফলাফলের ওপর। এ ম্যাচে শ্রীলংকা জিতলে তাদের সঙ্গে বাংলাদেশও উঠে যাবে সুপার ফোরে। আর আফগানিস্তান জিতলে কাজটা কঠিন হয়ে পড়বে বাংলাদেশের জন্য। তখন আসবে নেট রান রেটের জটিল হিসাব-নিকাশ। তাই শ্রীলংকার জয়ের প্রার্থনা করবেন বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকরা।

আজ শ্রীলংকা জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোরে লংকানদের সঙ্গী হবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতলে হিসাব হবে ভিন্ন। তখন বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান—তিন দলেরই পয়েন্ট হবে সমান চার। নেট রানরেটে অনেক এগিয়ে থাকায় গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে আফগানরা। আফগানিস্তান যদি আজ ৬০ রানের বেশি ব্যবধানে কিংবা অন্তত ৫০ বল হাতে রেখে জেতে, সেক্ষেত্রেই শুধু রানরেটে লংকানদের পেছনে ফেলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় গ্রুপপর্বেই শেষ হবে লিটনদের এশিয়া কাপ অভিযান। দুই ম্যাচের দুটিতেই জেতা শ্রীলংকা ও তিন ম্যাচের দুটিতে জেতা বাংলাদেশের পয়েন্ট চার। দুই ম্যাচের একটিতে জেতা আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে আপাতত তিনে। তিন ম্যাচেই হারা হংকং আগেই বিদায় নিয়েছে।

‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকা

শ্রীলঙ্কা জিতে গেলে যে বাংলাদেশ সুপার ফোরে ওঠায় নেট রান রেট কোনো বাধা হবে না। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে। আজ শ্রীলংকা হারলে ব্যবধান যদি অন্তত ৭১ রান কিংবা ৫৩ বল বাকি থাকে তাহলে বাংলাদেশ ও আফগানরা পরের পর্বে যাবে।

শ্রীলংকা আজ আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে। অন্যদিকে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০০ রান করলে শ্রীলংকাকে অলআউট করতে হবে ১২৭ রানের মধ্যে। আফগানরা ১৫০ রান করলে লংকানদের অলআউট করতে হবে ৮৩ রানের মধ্যে। বাস্তবে এমন সমীকরণ মেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, যে কোনো ব্যবধানে জিতলেই চলবে আফগানিস্তানের। টি–২০তে আফগানদের বিপক্ষে আগের আট ম্যাচের পাঁচটিই জিতেছে শ্রীলংকা। টি–২০ সংস্করণের আগের এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এসব তথ্যই এখন ভরসা বাংলাদেশের।

আজ শ্রীলংকা জিতলে আগামী শনিবার দুবাইয়ে লংকানদের বিপক্ষে বাংলাদেশের লড়াই দিয়েই শুরু হবে সুপার ফোর পর্ব।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন