Ridge Bangla

বাংলাদেশ-চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীন তাদের বিস্তৃত কৌশলগত সহযোগিতা আরও জোরদার করে হাতে হাত রেখে এগিয়ে যাবে। এতে শুধু দুই দেশের জনগণ নয়, বিশ্ব সম্প্রদায়ের জন্যও শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি বয়ে আনবে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি ছিল গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে।

অধ্যাপক ইউনূস এ উপলক্ষে চীনের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশ চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। এই বন্ধুত্ব আমাদের সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে।” তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন, দারিদ্র্য বিমোচন ও জনগণের সেবার মতো ক্ষেত্রে চীনের সাফল্য প্রশংসনীয়। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অর্জিত এসব সাফল্য শুধু নিজ দেশের জন্য নয়, বরং গ্লোবাল সাউথ ও আন্তর্জাতিক অঙ্গনে একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনকে ‘সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে। তিনি বলেন, “বাংলাদেশ ও চীন পরস্পরের পাশে থেকে টেকসই উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে।” অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনের ব্যক্তিরা ছাড়াও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন