Ridge Bangla

বইমেলা-২০২৬ এগিয়ে এনে ১৭ ডিসেম্বর থেকে শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান পড়ার কারণে অমর একুশে বইমেলা-২০২৬ এবার এক মাস এগিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মেলা শুরু হবে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে এবং চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একই দিনে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা-২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা। সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজান মাসের কারণে মেলার সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। এতে মেলার আয়োজক ও প্রকাশক উভয় পক্ষের সুবিধা নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার প্রস্তুতি ও প্রণালী পূর্বের মতোই পরিচালিত হবে। প্রকাশক ও বিক্রেতারা সময়মতো স্টল সাজানোর প্রস্তুতি নেবেন। বিশেষ করে শিক্ষার্থী ও পাঠকবৃন্দের সুবিধার কথা মাথায় রেখে মেলার সময়সূচি ও কার্যক্রম পরিকল্পনা করা হয়েছে। অমর একুশে বইমেলা দেশের সবচেয়ে বড় সাহিত্য ও সংস্কৃতি উৎসব হিসেবে পরিচিত। প্রতি বছরই এটি প্রকাশক, লেখক ও পাঠকদের মিলনমেলা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের তারিখ পরিবর্তনও সুষ্ঠু আয়োজন ও সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন