Ridge Bangla

দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় সংগঠনের নেতারা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আয়োজিত এ বৈঠকে তাঁরা পূজামণ্ডপ পরিদর্শনের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

বৈঠকে নেতৃবৃন্দ জানান, গত বছরের তুলনায় এবার দেশে এক হাজারের বেশি পূজামণ্ডপ বৃদ্ধি পেয়েছে এবং পূজার প্রস্তুতি পুরোদমে চলছে। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে নিয়মিত যোগাযোগ ও সহায়তার জন্য ধন্যবাদ জানান।

মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের বরাদ্দের বিষয়টিকে ‘ঐতিহাসিক ঘটনা’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, “আপনি গত বছর ঢাকেশ্বরী মন্দিরে এসে বলেছিলেন, কড়া পাহারা বসিয়ে পূজা আমরা চাই না। এ ধরনের বক্তব্য কোনো সরকারপ্রধানের কাছ থেকে এই প্রথম শুনেছি।”

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ভূমিকার প্রশংসা করেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অস্বচ্ছল মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন