Ridge Bangla

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি মন্দিরে যান এবং পূজা-সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে সংগঠনের নেতারা তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান, যা তিনি গ্রহণ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। তবে পূজা উপলক্ষ্যে অন্তত বছরে একবার সরাসরি দেখা হওয়া এবং কথা বলার সুযোগ তৈরি হয়, সেটি আমি গুরুত্ব সহকারে দেখি।”

এ সময় তিনি দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আঞ্চলিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। হিন্দু ধর্মীয় নেতারা তাকে অবহিত করেন, গত বছরের তুলনায় এ বছর এক হাজারেরও বেশি পূজামণ্ডপ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সারা দেশে পূজার আয়োজনকে ঘিরে প্রস্তুতির কাজ পুরোদমে চলছে বলে তারা উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা পূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন এবং সরকারের পক্ষ থেকে সকল প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন