Ridge Bangla

১৭ জন সিভিল সার্ভিস কর্মকর্তার আন্তর্জাতিক দায়িত্ব, বিভিন্ন দূতাবাসে পদায়ন

বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭ জন কর্মকর্তাকে বিশ্বের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দিয়ে তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনের বিস্তারিত অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সিদ্দিকুর রহমানকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মিনিস্টার (শ্রম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান জুবাইদা মান্নানকে ওমানের মাস্কাটে মিনিস্টার (শ্রম) হিসেবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমানকে সৌদি আরবের রিয়াদে মিনিস্টার (শ্রম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া কুয়েত, ইতালি, সুইজারল্যান্ড, সৌদি আরবের জেদ্দা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কাতার, গ্রিস, থাইল্যান্ড, স্পেন, মিশর, রাশিয়া এবং রোমানিয়ার বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে প্রথম সচিব (শ্রম) হিসেবে আরও ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে এই পদায়ন আদেশ অবিলম্বে কার্যকর হবে। কর্মকর্তাদের নতুন দায়িত্ব আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাসী শ্রমিক কল্যাণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন