Ridge Bangla

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘ কমিশনের প্রতিবেদন

জাতিসংঘের এক তদন্ত কমিশন জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত পাঁচটি গণহত্যামূলক কাজের মধ্যে অন্তত চারটি সংঘটিত হয়েছে। এগুলো হলো—গোষ্ঠীর সদস্যদের হত্যা, শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি সাধন, ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করা যা ওই গোষ্ঠীর ধ্বংস ডেকে আনে, এবং জন্ম প্রতিরোধ করা।

প্রতিবেদনে ইসরায়েলি নেতাদের বিভিন্ন বক্তব্য ও সেনাদের কর্মকাণ্ডকে গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে মিথ্যা ও বিকৃত বলে প্রত্যাখ্যান করেছে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৪,৯৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এ সংখ্যা নির্ভরযোগ্য বলে মনে করে। এছাড়া গাজার ৯০ শতাংশের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ও পানি-স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা গাজা নগরে দুর্ভিক্ষ ঘোষণা করেছেন। গাজায় এমন পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন