Ridge Bangla

ধর্ম-দল-মত নির্বিশেষে সবাই মিলে আমরা এক পরিবার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী। ধর্ম, মত বা আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে কাউকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। “আমরা সবাই একই পরিবারের সদস্য,” মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এর আগে তিনি মন্দির পরিদর্শন করেন।

তিনি বলেন, “জাতি আসলে একটি পরিবার। মতভেদ বা ভিন্ন ব্যবহারের সুযোগ থাকতে পারে, কিন্তু পরিবারকে কেউ ভাঙতে পারবে না। আমরা যেন জাতি হিসেবে এই অটুট পরিবার হয়ে দাঁড়াতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।”

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “যে ধর্মেই বিশ্বাস করুক, যে মতবাদেই থাকুক, ধনী বা দরিদ্র যেই হোক—রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। সংবিধান নাগরিকের সব অধিকার নির্ধারণ করে দিয়েছে। কোনো সরকারের অধিকার নেই কাউকে সামান্যতমও বঞ্চিত করার।”

তিনি নাগরিক অধিকারের বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “যতবারই বলবেন, বলুন—আমি এ দেশের নাগরিক, আমার সংবিধান প্রদত্ত অধিকার নিশ্চিত করতে হবে। তখন দেখবেন সবাই আপনাদের সঙ্গী হবে।”

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, “আমরা চাই না নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ধর্ম পালনে বাধ্য হতে। বরং এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় উৎসব পালনে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হবে না।”

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যেতে হবে। তাই পূজার আসল সময়ে থাকতে পারব না। এজন্য আগেভাগেই আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এসেছি।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন