Ridge Bangla

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: আইএমএফ প্রধান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানো প্রধান উপদেষ্টার বড় কৃতিত্ব।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে ড. ইউনূসের সঙ্গে কথা বলেন আইএমএফ প্রধান। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ঘিরে চ্যালেঞ্জ উঠে আসে।

জর্জিয়েভা বলেন, সংকটময় সময়ে সাহসী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে সঠিক পথে আনতে পেরেছেন ড. ইউনূস। বিশেষ করে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর পদক্ষেপ প্রশংসার যোগ্য। তিনি বলেন, “আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।”

প্রধান উপদেষ্টা আইএমএফের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারের মূল লক্ষ্য সময়মতো অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে, রমজানের পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পরে তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন।

এ সময় আইএমএফ প্রধান ব্যাংকিং খাতে গভীর সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব আয়ের উন্নতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সংস্কার ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এটি বাংলাদেশের ইতিহাসের অমূল্য সময়।”

ড. ইউনূস জানান, তার সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব সংগ্রহ জোরদারে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আমরা ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। অনেকেই আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।”

আলোচনায় আঞ্চলিক সংযোগ, আসিয়ানভুক্তি ও অবকাঠামো উন্নয়ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন