Ridge Bangla

জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী চার রাজনৈতিক নেতা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন চার রাজনৈতিক নেতা—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের অংশীদার দলগুলোর প্রতিনিধিদের এই সফরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ড. ইউনূস ২৬ সেপ্টেম্বর অধিবেশনে মূল বক্তব্য রাখবেন। তাঁর ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি রোহিঙ্গা সংকট, শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক নানা ইস্যুতেও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও আইএমএফের এমডির সঙ্গেও তাঁর বৈঠকের পরিকল্পনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ আয়োজিত উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন তিনি। ২ অক্টোবর জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন