Ridge Bangla

পূজায় অপচেষ্টা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দুর্গোৎসব বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে কিছু গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, যা দেশের সহাবস্থান ও সম্প্রীতিকে বিনষ্ট করেছে।

তারেক রহমান বলেন, “স্বৈরাচারের পতন ঘটলেও তাদের ষড়যন্ত্র থেমে যায়নি। সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ। তাই এবারের দুর্গোৎসব ঘিরে যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে স্থানীয় জনগণের সহযোগিতায় পূজা নির্বিঘ্নে উদযাপনে সর্বাত্মক সহায়তা করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়ে আসছে। এই ঐতিহ্য অব্যাহত রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিবৃতির শেষাংশে তারেক রহমান বলেন, “এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির চর্চা সুপ্রতিষ্ঠিত থাকবে। যারা এ সম্প্রীতি নষ্ট করার ঘৃণ্য চেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট ও কঠোর।” তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন