Ridge Bangla

বাংলাদেশের ইতিহাসে কোনো দিন এত কাজ হয়নি: আইন উপদেষ্টা আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ে তিনি এমন অনেক কাজ করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের একটি হোটেলে মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি জানান, পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ আটটি বিষয়ে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতায় যেতে হবে। পরে সমাধান না হলে মামলা দায়ের করা যাবে।

আসিফ নজরুল বলেন, “আমি ফুটবল খেলোয়াড় নই যে মাঠে খেলা দেখবেন। কিন্তু আমরা এমন পরিবর্তন এনেছি, যা পরবর্তী সরকার অব্যাহত রাখলে সাধারণ মানুষ প্রকৃত ন্যায়বিচার পাবে।” তিনি আশা প্রকাশ করেন, নতুন এ উদ্যোগ সামাজিক বিরোধ শান্তিপূর্ণভাবে মেটাতে সহায়ক হবে এবং মামলাজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

আইন ও বিচার বিভাগের উদ্যোগে ইতোমধ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি হয়েছে। এর আওতায় প্রথম ধাপে দেশের ১২ জেলায় এ কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে—সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি।

অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আশফাকুর রহমান ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী বক্তব্য দেন। তারা বলেন, এ ধরনের যুগোপযোগী সংস্কার বিচারব্যবস্থাকে জনবান্ধব ও গতিশীল করবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বুরকার্ডও বক্তব্য রাখেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন