Ridge Bangla

গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি ট্যাংকের আক্রমণ

গাজায় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জানা যায়, ডজনখানেক ইসরায়েলি ট্যাংক ও সামরিক যানবাহন শেখ রাদওয়ান এলাকায় প্রবেশ করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্যাংক, বুলডোজার ও সাঁজোয়া যানগুলো ঘনবসতিপূর্ণ এ আবাসিক এলাকায় প্রবেশ করছে। একই সঙ্গে গোলাবর্ষণ ও ধোঁয়া বোমা ব্যবহার করে সেনারা তাদের অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে।

শেখ রাদওয়ান গাজার উত্তরাংশে অবস্থিত। যুদ্ধের আগে এখানে কয়েক হাজার মানুষ বসবাস করত। এলাকাটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত। বুধবারের (১৭ সেপ্টেম্বর) অভিযানের আগে সেখানে একের পর এক বিমান হামলা চালানো হয়। এতে আবাসিক ভবন ও প্রধান সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের ধারণা, এসব হামলাই ছিল স্থল অভিযানের প্রস্তুতি।

ইসরায়েল দাবি করেছে, তাদের লক্ষ্য হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করা এবং প্রায় ৩ হাজার যোদ্ধাকে পরাজিত করা। তবে আন্তর্জাতিক মহল এ অভিযানের তীব্র সমালোচনা করছে। সেভ দ্য চিলড্রেন ও অক্সফামের মতো ২০টিরও বেশি মানবিক সহায়তা সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, “গাজার পরিস্থিতি মানবিকতার সীমা অতিক্রম করেছে।”

স্থানীয় বাসিন্দা সাদ হামাদা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানান, “ড্রোনগুলো কিছুই রেখে যায়নি। সৌরবিদ্যুৎ প্যানেল, জেনারেটর, পানির ট্যাংক, এমনকি ইন্টারনেট নেটওয়ার্কও ধ্বংস করা হয়েছে। জীবন অসম্ভব হয়ে পড়েছিল, তাই বিপদের মধ্যেও অধিকাংশ মানুষ পালাতে বাধ্য হয়েছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন