ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক।
বিজিবি জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির একটি বিশেষ দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। তেতুলতলা নামক স্থানে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালানো হলে ১০০ ডলারের নোটের তিনটি বান্ডিল পাওয়া যায়। এর মোট মূল্য ৩০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় পাচারকারীর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। উদ্ধারকৃত ডলারগুলো আদালতের আদেশ সাপেক্ষে আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
এ ধরনের বৈদেশিক মুদ্রা পাচারের ঘটনা রোধে বিজিবি আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানান তিনি। বিজিবির দাবি, সীমান্তপথে অবৈধ অর্থ ও পণ্য পাচার চক্র দীর্ঘদিন সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে অভিযান বাড়ানোয় একের পর এক চক্র ধরা পড়ছে।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বৈদেশিক মুদ্রা পাচার প্রায়ই ঘটে থাকে। তবে বুধবার রাতে বিপুল অঙ্কের ডলার জব্দের ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সচেতন মহল এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।