আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটের জন্য প্রয়োজনীয় সামগ্রীর প্রায় ৭০ শতাংশ কেনাকাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
ইসি সচিব জানান, নির্বাচনকে ঘিরে কমিশনের কেনাকাটা কার্যক্রম চলমান। এখনও কিছু স্থানীয় ক্রয় বাকি থাকলেও সেপ্টেম্বরের মধ্যেই সব কেনাকাটা শেষ হবে। তিনি বলেন, “আমরা মোটামুটি ১০টি আইটেমসহ বেশিরভাগ সামগ্রী সংগ্রহ করেছি। অলমোস্ট ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি অংশও দ্রুত শেষ হবে।”
এ পর্যন্ত যেসব সামগ্রী কেনা হয়েছে তার মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ব্যাগ, ছোট ব্যাগ ও গানি ব্যাগ। এসব সামগ্রী ভোট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সচিব।
আখতার আহমেদ আরও বলেন, “নির্বাচন সামগ্রী নিয়ে কোনো ধরনের সংকটে পড়ার সম্ভাবনা নেই। সাপ্লাই লাইনও স্থিতিশীল রয়েছে। বরং আমরা নিশ্চিতভাবে বলতে পারি, সেপ্টেম্বরেই সব সামগ্রী হাতে চলে আসবে। ফলে প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন নেই।”
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনী সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হওয়ায় কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট আয়োজন করতে প্রস্তুত। ইসির মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রাথমিক ধাপেই প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন ইতোমধ্যেই মাঠপর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় শুরু করেছে। কমিশনের আশা, সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন হলে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।