কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে সোমবার (১৪ এপ্রিল) রাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী গণমাধ্যমকে জানান, রাত ১১টার পর থেকেই নদী এলাকায় তীব্র বাতাস শুরু হয়। পরে বাতাসের গতি আরও বেড়ে যাওয়ায় এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, রাত পৌনে ১২টার দিকে সকল প্রকার ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঝড়ো হাওয়া থেমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
এই সময়ে উভয় ঘাটে আটকে পড়ে থাকা যাত্রী ও যানবাহন চালকদের নিরাপদ স্থানে থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।