টানা ভারী বর্ষণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সতর্কবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে এবং আগামী তিন দিন এই পানি আরও বাড়তে পারে। এতে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেটের অমলশিদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যেই বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে তিন জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম ও মিজোরামে টানা বৃষ্টিপাত নদীর পানি বৃদ্ধিতে প্রভাব ফেলছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি আগামী তিন দিন ধরে বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।