Ridge Bangla

চলে গেলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবার জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

গুলশান আরার সন্তান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, “আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ৬:৪০-এ ইন্তেকাল করেছেন। আজ ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে।”

তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা মিশা সওদাগর শোকবার্তায় বলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আপা একজন ভালো মানুষ ও দক্ষ অভিনেত্রী ছিলেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গুলশান আরার অভিনয় যাত্রা শুরু হয়। তবে তার স্বপ্ন ছিল বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যেই তিনি প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: চরিত্র, ডনগিরি, ভালোবাসা আজকাল, এবং পোড়ামন। সর্বশেষ তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট-এ কাবিলার মায়ের চরিত্রে।

ব্যক্তিগত জীবনে গুলশান আরা আহমেদ দুই সন্তানের জননী। তার ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি।

অভিনেত্রীর মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানিয়েছেন। তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন সবাই।

আরো পড়ুন