মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মিরপুর সড়কে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ভাঙচুর ও ইটপাটকেল ছুড়তে থাকে।
ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ মিরপুর সড়কের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। একইভাবে সিটি কলেজ শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় থেকে কলেজে ফিরিয়ে দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশের উপস্থিতিতে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে।”
সাম্প্রতিক সময়েও ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন তুচ্ছ কারণে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে যানবাহন ও আশপাশের স্থাপনাসমূহে ভাঙচুরের ঘটনাও ঘটে।