Ridge Bangla

হামাস নেতাদের বিরুদ্ধে আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেটানিয়াহু ইঙ্গিত করে বলেছেন, হামাস নেতাদের বিরুদ্ধে সীমান্তের বাইরেও অভিযান অব্যাহত থাকতে পারে। গত সপ্তাহে কাতারে চালানো ইসরায়েলি হামলার পর তিনি স্পষ্ট করে বলেছেন, হামাসের শীর্ষ নেতারা যেখানেই থাকুক, তারা কোনোভাবেই নিরাপদ নয়।

জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেটানিয়াহু বলেন, “প্রত্যেক দেশকেই তার সীমান্তের বাইরে গিয়ে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে।”

এদিকে কাতারে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হামাস জানিয়েছে, ওই হামলায় ছয়জন নিহত হলেও শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেছেন। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই হামলার সমালোচনা করেন। কাতারও একে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছে।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে যখন জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তখন তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরাই করেছি। একেবারে নিজেরাই।”

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়াবে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কেও নতুন চাপ তৈরি করতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন