Ridge Bangla

জামায়াত নেতার সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর তাই দায়ে আর্ন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং পিআর প্রক্রিয়া নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন। হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

অন্যদিকে মতিউর রহমান আকন্দ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা সম্ভব তা নিয়ে হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করেন। দুইপক্ষই আশা প্রকাশ করেন, এই ধরনের সংলাপ ভবিষ্যতে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। বৈঠকটি কূটনৈতিক সৌহার্দ্য ও পরস্পরের সহযোগিতার প্রতিফলন হিসেবে উল্লেখযোগ্য মনে করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন