Ridge Bangla

‘বিপিএল’ এর নাম পরিবর্তন করে ‘বিএফএল’ করার প্রস্তাব

দেশের ক্লাব ফুটবলের শীর্ষ লীগ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর নাম পরিবর্তন হতে যাচ্ছে। এর মাধ্যমে পেশাদার ফুটবল লিগের নাম বদলে যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বদলে নতুন নাম হবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।

সম্প্রতি পেশাদার লিগ কমিটির এক সভায় এ কথা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।

মিডিয়াকে তিনি বলেন, “বিপিএলের বদলে পেশাদার লিগের নাম বিএফএল করার একটি প্রস্তাব করা হয়েছে সভায়। আপাতত সবই প্রাথমিক পর্যায়ে রয়েছে।” তিনি আরও জানান, বিপিএলের নাম পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) করার পাশাপাশি বিপিএল ও ফেডারেশন কাপের নতুন স্পন্সর প্রতিষ্ঠানের নামও দুই এক দিনের ভেতর জানা যাবে।

এছাড়া আসন্ন নতুন ফুটবল মৌসুমে পেশাদার লিগ ও ফেডারেশনের নতুন পৃষ্ঠপোষকের নামও উন্মুক্ত করা হবে মঙ্গলবার।

উল্লেখ্য, ২০০৭ সালে যখন এটি শুরু হয় তখন এর নাম ছিল বি-লিগ। পরবর্তীতে ২০১২ সালে আবারও নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন