Ridge Bangla

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ জন বাংলাদেশি

লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আটক ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় বুধবার (১৭ সেপ্টেম্বর) তাঁদের দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রত্যাবাসিতরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছবেন বলে জানিয়েছে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা যায়, অবৈধভাবে লিবিয়ায় প্রবেশের পর আটক হওয়া এসব বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরাতে দীর্ঘদিন ধরে আইওএম ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আসছিল দূতাবাস। এর অংশ হিসেবে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জনকে বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (UZ222) ঢাকায় পাঠানো হবে। তাঁদের বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত ছিলেন। সেখান থেকে বিদায় নেওয়ার সময় রাষ্ট্রদূত আটক বাংলাদেশিদের ভবিষ্যতে অবৈধ পথে বিদেশ না যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, অবৈধ অভিবাসন কেবল আর্থিক ক্ষতির কারণ হয় না, এর ফলে জীবনের ঝুঁকিও বাড়ে। পরিবার ও সমাজকে কষ্টে ফেলতে হয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। তাই নিরাপদ ও নিয়মিত অভিবাসনের পথই সবার জন্য একমাত্র গ্রহণযোগ্য সমাধান। দূতাবাস জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অন্য বাংলাদেশিদের ফেরাতে কাজ অব্যাহত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন