Ridge Bangla

১২টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১২টি জেলায় ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ (সীমান্তবর্তী এলাকা), সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, ইতোমধ্যে কিছু এলাকায় রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি উজানেও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। যেসব নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে আরও পানি বৃদ্ধি পেতে পারে।

এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বর্ষণের ফলে নদ-নদীর পানি বেড়ে বন্যার পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন