Ridge Bangla

সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুইপক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এ সময় দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উভয় দেশের মধ্যে স্থায়ী সম্পর্ক আরও গভীর করতে এবং ভবিষ্যতে যৌথ সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে সামরিক কৌশল, প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের ওপরও আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎটি দুইপক্ষের মধ্যকার সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন