আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি গণমাধ্যমকে সত্য তথ্য প্রচারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এবং জনগণকে গুজব থেকে সতর্ক থাকতে বলেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত অধিনায়ক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারাদেশে এবার প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর চেষ্টা করতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে ভুয়া তথ্য দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এর বিপরীতে দেশীয় গণমাধ্যমকেই সত্য সংবাদ প্রচার করে বিভ্রান্তি দূর করতে হবে।”
এসময় অবসরপ্রাপ্ত সেনা, র্যাব ও পুলিশ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাষ্ট্রের প্রয়োজনে যাদের অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন মনে করা হচ্ছে, তাদেরই দায়িত্ব দেওয়া হচ্ছে। এ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনে সম্পন্ন হচ্ছে, তাই এতে কোনো ধরনের সমস্যা নেই।”
তিনি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই পূজাকেন্দ্রিক নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছে। মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যেকোনো গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য দ্রুত মোকাবিলা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্বাস প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে।