ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলায় রক্তক্ষয়ী পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫ হাজার ১৪১ জনে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এক দিনে হাসপাতালগুলোতে ৭৯টি মরদেহ আনা হয় এবং আহত হন ২২৮ জন। এ নিয়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৯২৫ জনে। এখনো বহু মরদেহ ধ্বংসস্তূপে পড়ে আছে, তবে উদ্ধারকারীরা ইসরাইলি হামলার কারণে সেখানে পৌঁছাতে পারছেন না।
মানবিক সহায়তা সংগ্রহের সময়ও হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন অন্তত ৩৩ জন। কেবল চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ২ হাজার ৫১৩ জন এবং আহত হয়েছেন ১৮ হাজার ৪১৪ জনেরও বেশি। এ ছাড়া অপুষ্টি ও অনাহারে গত এক দিনে মারা গেছেন শিশুসহ আরও চারজন। এতে মোট অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৫ জনে, যার মধ্যে ১৪৭ জন শিশু।
২০২৪ সালের ২ মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে ইসরাইল। ফলে ২৪ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়েছেন। আন্তর্জাতিক সংস্থা আইপিসি সতর্ক করেছে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ শুরু হয়েছে, যা শিগগিরই দেইর আল-বালাহ ও খান ইউনিসেও ছড়িয়ে পড়তে পারে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার ইসরাইলকে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে।