বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনার হাতে ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছে বিএনপি। দীর্ঘ ১৭ বছর পর নিরপেক্ষ সরকারের উদ্যোগে একটি কাঙ্ক্ষিত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে দেশ এগোচ্ছে।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলার অবনতিই প্রমাণ করেছে যে অনির্বাচিত সরকার কখনো উন্নয়ন টিকিয়ে রাখতে পারে না। এ কারণেই প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা-৩ আসনের তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।
তিনি আরও অভিযোগ করেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। প্রকৃতপক্ষে যেসব দলের জেতার সম্ভাবনা নেই, তারাই এ দাবি তুলছে। জনগণের আস্থা ছাড়া কোনো দল রাজনীতিতে টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
কর্মী সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহসভাপতি গোলাম সরোয়ার, জাকির হোসেন মনু, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম, মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর এবং যুবদল আহ্বায়ক হাসান সাফা পিন্টু প্রমুখ। সভায় বক্তারা আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।